মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫’।

২৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫’। এতে অংশ নেন ব্যাংকটির শাখা ও উপশাখা, ইসলামী এবং এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের কর্মকর্তারা।

সম্মেলনের উদ্বোধন এবং এর সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান, শাখা ও উপশাখার ম্যানেজাররাসহ মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সম্মেলনের শুরুতে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন। নিজ নিজ বিভাগের বিভিন্ন তথ্য–উপাত্ত উপস্থাপন করেন আন্তর্জাতিক ও এনআরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান এবং রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আক্তারসহ বিভিন্ন বিভাগ, এরিয়া ও ক্লাস্টারপ্রধান এবং শাখা ও উপশাখার ম্যানেজাররা।

এ ছাড়া বিভিন্ন বিভাগের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মূল্যায়নসহ ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পর্যালোচনা করা হয়। ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।