বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন সিরিজের টিভি

অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তিসম্পন্ন স্যামসাংয়ের নতুন ২০২৫ সিরিজের টিভি বাজারে আনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: স্যামসাংয়ের সৌজন্যে

ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি বাজারে এনেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহারে ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

সম্প্রতি নতুন সিরিজের এই টিভির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর। আরও উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজীব দাশগুপ্ত, প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মাস্টার ট্রেইনার রায়হান গনি, ক্যাটাগরি ম্যানেজার (টিভি) পারভেজ খালেদ প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে আরও স্মার্ট করে তুলবে। এ ছাড়া এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এই সিরিজের টিভিতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কম হবে।

স্যামসাং আরও জানায়, ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এটির নাম দেওয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত তিন হাজারের বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। ২০২৫ সিরিজের টিভিগুলো স্যামসাং অনুমোদিত পার্টনার ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগ্‌স ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিক্রয়কেন্দ্র পাওয়া যাবে।

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এ কারণে ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।’