যেসব যত্নে ভালো থাকবে এসি

যত্ন নিলে এসি ভালো চলবেছবি: সংগৃহীত

শীত শেষ হওয়ার পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় জীবনযাত্রার ধারা। গরমের শুরুতে শীতল বাতাসের জন্য এখন নিত্যসঙ্গী ফ্যানের বাতাস। আর যাঁরা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহারে অভ্যস্ত, তাঁরা শীতল পরশে স্বস্তি খুঁজবেন এই যন্ত্রে।

যে যন্ত্রটি জীবনে এমন স্বস্তি এনে দেয়, সেটিরও দরকার নিয়মিত যত্ন। কারণ, যত্নে ভালো থাকে সব যন্ত্র। এসিও ব্যতিক্রম নয়। সঠিকভাবে ব্যবহার এবং যত্নে আপনার এসি যেমন ভালো থাকবে তেমনি নানা দুর্ঘটনার আশঙ্কা থেকেও মুক্ত থাকবেন।

কীভাবে নেবেন এসির যত্ন? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের জাতীয় বিপণন ব্যবস্থাপক (ন্যাশনাল সেলস ম্যানেজার) মো. জুলহক হোসাইন। তিনি বলেন, ‘শীতের কারণে বছরের বেশ কয়েক মাস এসি বন্ধ থাকে। তাই গরমের শুরুতে এসি চালানোর সময় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে এসব দুর্ঘটনা সহজে প্রতিরোধ করা যায়। গরমের শুরুতে একবার পেশাদার টেকনিশিয়ানদের দিয়ে এসি চেকআপ এবং সার্ভিসিং করিয়ে নিতে হবে। এয়ার ফিল্টারে কোনো ময়লা জমেছে কি না, বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না ইত্যাদি বিষয় নিশ্চিত হয়ে বছরের শুরুতে এসি চালানো উচিত।’

মো. জুলহক হোসাইন আরও বলেন, ‘আমাদের দেশে, বিশেষ করে শহরাঞ্চলে প্রচুর ধুলাবালু বলে এসির যত্ন বেশি নেওয়া প্রয়োজন। অন্তত মাসে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা ভালো। গরমের শুরুতে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার এগুলো ঠিকমতো পরীক্ষা করে নিতে হবে। অনেক দিন বন্ধ থাকার পর চালু করতে গেলে অবশ্যই এসির সংযোগ তার পরীক্ষা করে নিতে হবে। অনেক দিন বন্ধ থাকার কারণে এসি চালু করলে এসির ভেতরে শব্দ হতে থাকে। আবার পানিও পড়তে পারে। এসব বিষয়ে সচেতন হতে হবে।’

এসির যত্নের বিষয়ে মো. জুলহক হোসাইনের পরামর্শ…
নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে
এয়ার ফিল্টার এসির বায়ুপ্রবাহ ঠিক রেখে পরিষ্কার বাতাস নিশ্চিত করে। তাই নিয়মিত এয়ার ফিল্টার পরীক্ষা করা জরুরি। কাজটি আপনিই সহজে করতে পারবেন। ৭ থেকে ১০ দিন পরপর এয়ার ফিল্টারটি খুলে পাতলা কাপড়, নরম ব্রাশ কিংবা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব সহজেই পরিষ্কার করে ফেলা যায়। এরপর, মৃদু গরম পানি ও অল্প সাবান দিয়ে এয়ার ফিল্টারটি ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পর অপেক্ষা করতে হবে এটি শুকানোর জন্য। শুকিয়ে গেলে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে নিতে হবে।

কয়েল পরিষ্কার করতে হবে নিয়মিত

বেশির ভাগ শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে দুটি কয়েল থাকে। এভাপোরেটর কয়েল এবং কনডেনসার কয়েল। এভাপোরেটের কয়েল ভেতরের দিকে এয়ার হ্যান্ডলারের কাছে থাকে আর কনডেনসার কয়েল কনডেনসারের (মেটালের বড় আউটডোর ইউনিট) ভেতরে থাকে। সঠিক উপায়ে কয়েল পরিষ্কার করলে এসি ভালো সেবা দেবে ও টেকসই হবে। কয়েল পরিষ্কার করার জন্য নরম ব্রাশ বা কাপড় ব্যবহার করতে হবে। নরম ব্রাশ বা কাপড় নিয়ে ময়লা মুছে ফেলার পর যদি কয়েলে ধুলা বা ময়লা জমে থাকে, তবে অবশিষ্ট ময়লা পরিষ্কারের জন্য সাবান-পানির স্প্রে ব্যবহার করতে হবে। এভাবে যত্নের সঙ্গে কয়েল পরিষ্কার করলে কিছুদিন পরপর টেকশিয়ান ডাকতে হবে না।

বছরে দুবার টেকনিশিয়ান আসুক ঘরে

যাঁরা নিয়মিত এসি ব্যবহার করছেন, তাঁরা নিজেরাই সহজে এসির যত্ন নিতে পারেন। নিজেদের যত্নের সঙ্গে এসির দীর্ঘস্থায়িত্ব ও সর্বোচ্চ সেবা নিশ্চিতে প্রতিবছর দুবার পেশাদার টেকনিশিয়ান দ্বারা এসির সবকিছু পুঙ্খানুপুঙ্খ চেক করিয়ে নেওয়া দরকার। শীতকাল শেষ হওয়ার পর এসি ব্যবহার শুরুর আগে সার্ভিসিং করিয়ে নিতে হবে। আবার গরমের তীব্রতা কমে গেলে যখন বোঝা যাবে দুই থেকে তিন মাস এসি ব্যবহারের প্রয়োজন হবে না, তখনো একবার সার্ভিসিং করাতে হবে।