সাফল্যের অনন্য উচ্চতায় আরএফএল হাউজওয়্যার

প্লাস্টিক পণ্য ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩’ গ্রহণ করছেন আরএফএল হাউজওয়্যারের উর্ধ্বতন কর্মকর্তারা।সংগৃহীত

সাফল্যের মাপকাঠিতে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে আরএফএল হাউজওয়্যার। বিগত বছরগুলোর মতো এবারও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অসামান্য স্বীকৃতি পেয়েছে দেশব্যাপী জনপ্রিয় হাউজওয়্যার ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার। দেশের শীর্ষ সব ব্র্যান্ডের মধ্যে তৃতীয় ও টানা ১৩ বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে আরএফএল হাউজওয়্যার। জীবনের উৎসবে দুই দশকেরও বেশি সময় ধরে জীবনকে সুন্দর করার ক্ষেত্রে এই স্বীকৃতি প্রমাণ করে, ‘আরএফএল হাউজওয়্যার’ গণমানুষের সবচেয়ে বেশি পছন্দের হাউজওয়্যার ব্র্যান্ড।

আরএফএলের শুরু মূলত ১৯৮১ সালে—প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর হাত ধরে। প্লাস্টিক, ইলেকট্রনিকস, হাউজওয়্যার পণ্য, কুকওয়্যার পণ্য, সাইকেল, যন্ত্রাংশ থেকে শুরু করে অসংখ্য ক্যাটাগরির পণ্য তৈরি করে থাকে আরএফএল।

আরএফএল হাউজওয়্যারের পথচলা শুরু হয় ২০০৩ সালে। গৃহস্থালি পণ্য, বিভিন্ন রকমের ফার্নিচার, হরেক রকম খেলনাসহ ৪ হাজার ৫০০-এর অধিক পণ্য তৈরি করে থাকে আরএফএল হাউজওয়্যার। বাংলাদেশের অধিকাংশ আরএফএল হাউজওয়্যারের অন্তত একটি পণ্য বাসায় খুঁজে পাওয়া যায়। আরএফএল হাউজওয়্যার পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আপসহীন। তাই বিগত দুই দশকে আরএফএল হাউজওয়্যার অর্জন করেছে দেশ ও বিদেশের অগণিত মানুষের আস্থা ও ভালোবাসা।

দেশীয় বাজারে জনপ্রিয়তার পাশাপাশি বিদেশের মাটিতেও নিজের অবস্থান পাকাপোক্ত করেছে আরএফএল হাউজওয়্যার। প্রতিবছর বিদেশে পণ্য রপ্তানিতে সাফল্যের প্রমাণ রেখে চলেছে আরএফএল হাউজওয়্যার। এ ছাড়া নতুন নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে তাদের উদ্যোগ প্রশংসনীয়। মানুষের চাহিদা বুঝে জীবন আরও সহজ ও সুন্দর করার জন্য আরএফএল হাউজওয়্যার প্রতিনিয়ত নিজেদের পণ্যবহরকে আরও সমৃদ্ধ করে তুলছে।

প্লাস্টিক ক্যাটাগরিতে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আরএফএল হাউজওয়্যারের এগিয়ে থাকার মূল কারণ এগুলোই। নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আরএফএল হাউজওয়্যারকে সম্মানজনক পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

সামগ্রিক ব্র্যান্ডের মধ্যে তৃতীয় ও সেরা ব্র্যান্ডের মধ্যে টানা ১৩ বার দেশের সেরা হাউজওয়্যার ব্র্যান্ডের গৌরব অর্জন করেছে আরএফএল হাউজওয়্যার।
সংগৃহীত

সংশ্লিষ্টদের আশা, আরএফএল হাউজওয়্যারের সাফল্যমণ্ডিত এই যাত্রা দীর্ঘ হোক—বছরের পর বছর ধরে তাদের অর্জনের ঝুলিতে যুক্ত হোক একের পর এক স্বীকৃতি। আরএফএলের মাধ্যমে বিশ্বদরবারে আরও শক্তিশালী হোক লাল-সবুজের অবস্থান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

টেকসই ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করছে, এমন ব্র্যান্ডগুলোকে দেড় দশক ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই পুরস্কার বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীর অর্জনের স্বীকৃতি; ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে যে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে, তা সবার সামনে তুলে ধরা। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো ব্র্যান্ডগুলোর একনিষ্ঠ প্রচেষ্টায় অর্জিত সফলতা সবার সামনে তুলে ধরা ও তা উদ্‌যাপন করা।

এ বছর ৪০টি ভিন্ন ক্যাটাগরিতে ৪০টি ব্র্যান্ডের হাতে দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া ১৫টি ব্র্যান্ডকে দেওয়া হয় সামগ্রিকভাবে শীর্ষ ১৫ ব্র্যান্ডের সম্মাননা। সব মিলিয়ে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩’-এ মোট ৫৬টি পুরস্কার দেওয়া হয়েছে।