নানান সুবিধার পসরা নিয়ে এল ‘মিনিস্টার হেল্প কার্ড’

দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়ে এসেছে ‘মিনিস্টার হেল্প কার্ড’। মিনিস্টারের পুরোনো ও নতুন সব গ্রাহকই এই কার্ড পেতে পারেন। এই কার্ডধারী গ্রাহক মিনিস্টার শোরুম থেকে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত পণ্য ক্রয়ে ক্রেডিট সুবিধা পাবেন।

পাশাপাশি কার্ডধারীরা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও পাবেন বিশেষ সুবিধা ও ছাড়। এর মধ্যে রয়েছে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল চেকআপ, নির্ধারিত হোটেল-রিজার্ভেশন, রেস্টুরেন্ট, এয়ার টিকিট বুকিংসহ বিভিন্ন খাতে খরচের বিপরীতে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া বিভিন্ন সুপারশপ কিংবা ব্র্যান্ডের দোকানে পণ্য কিনলেও কার্ডধারী পেয়ে যাবেন বিশেষ মূল্যছাড়।

শুধু তা-ই নয়, কার্ডধারী কোনো ব্যক্তি মিনিস্টারের পণ্য কিস্তিতে কিনে যদি মৃত্যুবরণ করেন, তাহলে প্রমাণ সাপেক্ষে কর্তৃপক্ষ তাঁর বাকি প্রাপ্য টাকা মওকুফ করে দেবেন। কার্ডধারীদের সন্তানের বিয়ের সময় পূর্ববর্তী ক্রয়কৃত পণ্যের অর্ধেক মূল্যের সমপরিমাণ ক্যাশ ভাউচার পাওয়ারও বিশেষ সুবিধা থাকছে এই কার্ডে। এই ক্যাশ ভাউচার তিনি পরবর্তী সময়ে মিনিস্টার পণ্য কেনার ক্ষেত্রে সমন্বয় করতে পারবেন। এ ছাড়া কার্ডধারীর কোনো সন্তান এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ (এ+) অর্জন করলে প্রমাণ সাপেক্ষে সন্তানকে এককালীন বিশেষ বৃত্তি প্রদান করা হবে।

পণ্য ক্রয়ের অর্থের পরিমাণের ওপর ভিত্তি করে মূলত তিনটি ক্যাটাগরিতে এই কার্ড প্রদান করা হবে। সেগুলো হলো গোল্ডেন কার্ড, সিলভার কার্ড ও প্রায়োরিটি কার্ড।
‘সিলভার কার্ড’ পেতে হলে গ্রাহককে অবশ্যই যেকোনো মূল্যের মিনিস্টার গ্রুপের পণ্য ক্রয় করতে হবে অথবা ইতিমধ্যে যাঁরা ১০ হাজার বা এর বেশি টাকার মিনিস্টার পণ্য কিনেছেন, তাঁরা সিলভার কার্ড পাবেন। সিলভার কার্ডধারী ব্যক্তি এক লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।

কোনো গ্রাহক যদি ৪০ হাজার বা তার অধিক টাকার মিনিস্টার গ্রুপের পণ্য ক্রয় করেন অথবা ইতিমধ্যে ৪০ হাজার টাকার মিনিস্টার পণ্য ক্রয় করে থাকেন, তাঁরা গোল্ডেন কার্ডের সদস্যভুক্ত হতে পারবেন। গোল্ডেন কার্ডধারী ব্যক্তি দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।

এ ছাড়া ‘প্রায়োরিটি কার্ড’ চালু করা হয়েছে সমাজের বিশেষ শ্রেণির জন্য। সমাজের প্রতিষ্ঠিত ও বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সরকারি চাকরিজীবী, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বেসরকারি স্বনামধন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাড়ি কিংবা দোকানমালিকদের এই সম্মানসূচক কার্ড প্রদান করা হবে। প্রায়োরিটি কার্ডধারীরা তিন লাখ টাকা পর্যন্ত মিনিস্টারের পণ্য কেনার ক্ষেত্রে ক্রেডিট সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি