চালডাল লিমিটেড ও সক্রিয় টেকনোলজিসে ভেঞ্চার ক্যাপিটালের আড়াই কোটি টাকা বিনিয়োগ
চালডাল লিমিটেড ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল। কোম্পানি দুটির বৃদ্ধি ত্বরান্বিত করতে এই বিনিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি ফাউন্ডার্স ইনসাইট শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করে ভেঞ্চার ক্যাপিটাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালডাল ডটকম বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিকস সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বর্তমানে তারা ঢাকা, চট্টগ্রাম, যশোরসহ তিনটি জেলার ২৫ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।
সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্ল্যাটফর্ম, যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস)। সক্রিয় (ডিএমএস) হলো স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম। এটি খুচরা বিক্রয় ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টির বেশি গ্রাহক আছে।
ফাউন্ডার্স ইনসাইট
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল সম্প্রতি উদ্যোক্তাদের নিয়ে ‘ফাউন্ডার্স ইনসাইট’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে নামকরা স্টার্টআপের প্রতিষ্ঠাতারা উদ্যোক্তা–জীবন, সমস্যা ও তহবিল উত্তোলনবিষয়ক অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাবুর খান, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম, ব্রেনস্টেশন ২৩ পিএলসির প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, সকরিও টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মুবির মাহবুব চৌধুরী।
আলোচনায় তহবিল সংগ্রহ, স্টার্টআপের জন্য আইপিওর সুযোগ, উদ্যোক্তাদের অনুপ্রেরণা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী শওকত হোসেন বলেন, ‘নামকরা স্টার্টআপ বিশেষজ্ঞদের একটি প্যানেলে নিয়ে আসা এবং প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোতে আমাদের বিনিয়োগ তহবিলের মাধ্যমে সহায়তা করতে পেরে আনন্দিত। উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করা ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ; এই অনুষ্ঠান তার প্রতিফলন।’