দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘অনলাইন টিভি মেলা’

প্রতীকী ছবি

প্রথম আলো ডটকমের আয়োজনে আজ থেকে শুরু হলো ‘অনলাইন টিভি মেলা ২০২৩’। অবসর–মুহূর্ত উপভোগে, বিনোদন–সঙ্গী টেলিভিশন—স্লোগানে সপ্তাহব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের টিভি প্রদর্শন করা হবে।

অনলাইনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় থাকবে দেশি–বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টিভির খোঁজ, দরদাম, অফারসহ বাংলাদেশে টিভির বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের টিভির শোরুম ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও এবং টিভির আদ্যোপান্ত নিয়ে বিশেষ ফিচার। এই আয়োজন থেকে ক্রেতারা ঘরে বসেই অসংখ্য ব্র্যান্ড থেকে যাচাই–বাছাই করে কিনতে পারবেন তাঁদের পছন্দের টিভি।

এবারের টিভি মেলায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সেগুলো হলো ভিশন ইলেকট্রনিক্স, স্যামসাং বাংলাদেশ, ইলেকট্রো মার্ট লিমিটেড (কনকা), ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, র‍্যাংগ্স ইলেকট্রনিক্স, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড (সনি-স্মার্ট), ইলেকট্রা ইন্টারন্যাশনাল, আমায়া ইন্ডাস্ট্রিজ (শাওমি), যমুনা ইলেকট্রনিক্স, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড এবং ট্রান্সকম ডিজিটাল।

মেলা চলবে ২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে tvmela.pro ওয়েবসাইটে।