গাজীপুরে আকিজ ডোরের ডিলার শোরুম উদ্বোধন
গত বুধবার গাজীপুরের জয়দেবপুরে উদ্বোধন হলো আকিজ ডোরের প্রথম এক্সক্লুসিভ ডিলার শোরুম। আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম শোরুমটি উদ্বোধন করেন।
এ সময় খোরশেদ আলম বলেন, এই শোরুমে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ও ডিজাইনের দরজা রয়েছে, যা গ্রাহকদের বিভিন্ন পছন্দ ও প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। আগামী দিনে পর্যায়ক্রমে সারা দেশে আকিজ ডোরের শোরুম চালু করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশক ও মেসার্স ডোর গ্যালারির স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিসহ আকিজ বশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জয়দেবপুরের বিআইডিসি রোডে (শিববাড়ী মোড়) অবস্থিত এই শোরুমে আকিজ ডোরের উচ্চমানসম্পন্ন দরজার বৈচিত্র্যময় সংগ্রহ থেকে পছন্দেরটি বাছাই করতে পারবেন গ্রাহকেরা। বিজ্ঞপ্তি