দেশের বাজারে হিরোর ‘ইগনিটর এক্সটেক’

ইগনিটর এক্সটেক মডেলের মোটরসাইকেল ও পাশে হিরোর কর্মকর্তারা
ছবি: বিজ্ঞপ্তি

মোটরসাইকেল উৎপাদক প্রতিষ্ঠান হিরো ‘ইগনিটর এক্সটেক’ নামে ১২৫ সিসির (কিউবিক ক্যাপাসিটি) নতুন একটি মোটরসাইকেল এনেছে দেশের বাজারে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে নিটল–নিলয় সেন্টারে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি বলেছে, ইগনিটর এক্সটেক ১২৫ সিসিতে নতুন মাত্রা যোগ করেছে। এর প্রধান বৈশিষ্ট্য স্মার্ট কানেক্টিভিটির সঙ্গে এলসিডি মিটার কনসোল, যেটির মাধ্যমে ফোন–কলারের নাম, মিসড কল অ্যালার্ট এবং এসএমএস নোটিফিকেশন ও সার্ভিস ভিউ রিমাইন্ডারও দেখতে পারবেন চালক।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে হিরো বাংলাদেশের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ, কোম্পানি সেক্রেটারি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিজয় কুমার মণ্ডল, চিফ অপারেটিং অফিসার আবদুল মাজেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘হিরো সব সময় বাইকের লো-মেইনটেনেন্স ও হাই মাইলেজ নিশ্চিতসহ প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক মানের পণ্য সরবরাহের মধ্য দিয়ে গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। আমার বিশ্বাস, আধুনিক ফিচার ও আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের নজর কাড়ার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে হিরোর মোটরসাইকেলগুলো বাংলাদেশে আরও জনপ্রিয়তা পাবে।’

আবদুল মুসাব্বির আহমেদ বলেন, ‘ইগনিটর এক্সটেকের সম্পূর্ণ নতুন এইচ–এলইডি হেড ল্যাম্প ১২ শতাংশ বেশি আলো দেওয়া নিশ্চিত করবে। ইনটিগ্রেটেড ব্রেকিং সিস্টেম দেবে কন্ট্রোলিংয়ের আত্মবিশ্বাস। আর মোটরসাইকেলে থাকা ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে প্রয়োজনীয় ডিভাইস। এ ছাড়া নতুন সংযোজন বেলিপেন ও শর্টার মাফলার একে করেছে আরও আকর্ষণীয়।’

আবদুল মুসাব্বির আহমেদ জানান, বাংলাদেশের বাজারে মোটরসাইকেলটির মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এই মোটরসাইকেল বাংলাদেশের বাজারে সাড়া জাগাবে বলেও আশা করছেন তিনি।