নতুন দুটি কৃষিপণ্য ও অ্যাপের উদ্বোধন করল ইউপিএল বাংলাদেশ
কীটনাশক ও কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউপিএল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি কক্সবাজারে হোটেল লং বিচে ‘পণ্য ও অ্যাপ লঞ্চিং ইভেন্ট-২০২৩’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে দুটি নতুন পণ্য ও ফিল্ড অ্যাক্টিভিটি নজরদারি করার অ্যাপ উন্মুক্ত করছে তারা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও পাকিস্তানের উপ-আঞ্চলিক প্রধান অরুণাভা চক্রবর্তী এবং বাংলাদেশের কান্ট্রি হেড মো. মোস্তফা কামাল উদ্দিন। এ ছাড়া এপিএসি–এর আঞ্চলিক প্রধান সামীর ট্যান্ডন এবং আঞ্চলিক মার্কেটিং প্রধান সুমিত আগরওয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নতুন দুই পণ্যের পাশাপাশি মাঠের দৈনন্দিন কার্যকলাপ নজরদারি করার জন্য ‘ফিল্ড ফোর্স’ নামের একটি অ্যাপও তারা এনেছে। এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ে কর্মকর্তাদের দৈনন্দিন কার্যকলাপ, বিক্রি, বিপণন, প্রমোশনাল কাজ মনিটরিং করা যাবে, যা তাদের কাজ সহজ করে দেবে।
অনুষ্ঠানে ইউপিএল বাংলাদেশের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির ভিশন, নতুন অ্যাপটির লক্ষ্য ও ব্যবহার এবং নতুন পণ্যগুলোর বাজার নিয়ে আলোচনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।