আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতা ‘আইএফআইসি ইকোসলভ’
বাংলাদেশের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি দেশজুড়ে পরিবেশগত সমস্যা সমাধানে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করেছে ‘আইএফআইসি ইকোসলভ’ নামের একটি প্রবন্ধ প্রতিযোগিতা। সম্প্রতি শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
‘আপনার কমিউনিটি, আপনার দায়িত্ব’ থিমের অধীনে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাঁদের আশপাশের পরিবেশ নিয়ে গভীরভাবে ভাবতে এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে অনুপ্রাণিত করবে। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উদ্যোগ টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার জন্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে পানি, স্যানিটেশন ও পয়োনিষ্কাশন সমস্যা নিয়ে তাঁদের মতামত তুলে ধরতে পারবেন।
নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের ফলে পানিসংকট, দূষণ এবং অপর্যাপ্ত বর্জ্য-ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিযোগিতা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা তাঁদের এলাকার পরিবেশগত সমস্যাগুলো তুলে ধরে বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের প্রস্তাব দিতে পারবেন।
‘আইএফআইসি ইকোসলভ’ তরুণদের পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার একটি আন্দোলন। বিজ্ঞপ্তি