দ্বিতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দ্বিতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

ঢাকার কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট’।

১ থেকে ৪ ফেব্রুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সেনাবাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক, বিদেশিসহ দেশের সব ক্লাব থেকে প্রায় ৭০০ গলফার অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। বিশেষ অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান (এলপিআর)।

ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু উদ্বোধনী ও সমাপনী—উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা।

সিমেন্ট রপ্তানিতে দুই দশক ধরে শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে সমুন্নত রাখতে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।