কেএফসি নিয়ে এল ‘হট ন্যাশভিল জিনজার’ বার্গার

বাংলাদেশে প্রথমবারের মতো কেএফসি নিয়ে এল ‘হট ন্যাশভিল জিনজার’ বার্গার। টক-ঝালের সংমিশ্রণে তৈরি এই বার্গারে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ন্যাশভিল শহরের বার্গারের স্বাদের অভিজ্ঞতা পাওয়া যাবে।

আন্তর্জাতিক ব্র্যান্ড কেএফসির বাংলাদেশে একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড। ২০০৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে তারা। এক বিজ্ঞপ্তিতে নতুন বার্গার বাংলাদেশে আনার খবর জানিয়েছে ট্রান্সকম ফুডস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হট ন্যাশভিল জিনজার বার্গারে রয়েছে নরম তুলতুলে ৪ দশমিক ৫ ইঞ্চির ক্যারামেলাইজড বান, তাজা পেঁয়াজ, লেটুস, টমেটো, ক্যাপসিকাম, ঝাঁজালো হ্যালাপেনো, চিজ ও ক্রিসপি চিকেন ফিলেট। তাই বার্গারটি যেমন মচমচে হবে, তেমনই পাওয়া যাবে ঝালের অসাধারণ স্বাদ।

বাংলাদেশে কেএফসির প্রতিটি আউটলেটে হট ন্যাশভিল জিনজার বার্গার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সেখান থেকে বার্গারটির স্বাদ নিতে পারবেন। এ ছাড়া পছন্দ ও সুবিধা অনুযায়ী ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি এবং কেএফসি অ্যাপেও অর্ডার করা যাবে। অনলাইন অর্ডার করা যাবে এই ঠিকানায়