নোয়াখালীর মাইজদীতে সনি-স্মার্টের শোরুম

মাইজদী কোর্টের জয়কৃষ্ণপুরে ওসমান টাওয়ারের নিচতলায় সনি-স্মার্টের শোরুম উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী, ২৮ মার্চছবি: বিজ্ঞপ্তি

নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদী কোর্টের জয়কৃষ্ণপুরে ওসমান টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুম চালু করেছে প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।

গত বৃহস্পতিবার শোরুমে উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন সনি-স্মার্টের পরিচালক তানভীর হোসেন, মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আজাদ রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, ‘মাইজদীতে সনি-স্মার্টের শোরুম চালু করায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা সনি-স্মার্ট একসঙ্গে বাংলাদেশের সনিপ্রেমীদের জন্য আসল পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছি। ক্রেতারা এই শোরুম থেকে নিশ্চিন্তে সনির প্রকৃত পণ্য কিনতে পারবেন।’

নোয়াখালীতে চালু হওয়া শোরুমটিতে সারা দেশের মতোই ঈদ অফারের আওতায় পাওয়া যাবে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজ ও স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য।

নতুন এই শোরুম উদ্বোধন উপলক্ষে চাঁদরাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইনে’র মাধ্যমে নিশ্চিত উপহার। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপে ভ্রমণের টিকিট, ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকসহ নানা অফার ও সুযোগ।