এটুআই-সাবলাইম লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গতকাল বুধবার আইসিটি ডিভিশন ঢাকার এটুআই মাল্টিপারপাস হলে এটুআই ও সাবলাইম লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
ছবি: সংগৃহীত

গ্রাম পর্যায়ে ডিজিটাল সেবা সহজলভ্য করতে ও সারা দেশে ডিজিটাল সেবা সেন্টার প্রতিষ্ঠায় এটুআই ও সাবলাইম লিমিটেড একসঙ্গে কাজ করবে।

এই লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গতকাল বুধবার আইসিটি ডিভিশন ঢাকার এটুআই মাল্টিপারপাস হলে এটুআই ও সাবলাইম লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা এবং সাবলাইম লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় গ্রাম পর্যায়ে ডিজিটাল সেবা সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে নাগরিকের জন্য প্রযুক্তিনির্ভর সব ধরনের সেবা দেওয়া হবে। সাবলাইম লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে এসব ডিজিটাল সেবা সেন্টার পরিচালিত হবে।

ডিজিটাল সেবা সেন্টারের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন সাবলাইম লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ (অব.)।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই ও সাবলাইম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুআইয়ের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস স্পেশালিস্ট মো. তহুরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটুআইয়ের ডিজিটাল এক্সেসের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট অশোক বিশ্বাস।