স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪’।

২৪ জানুয়ারি অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪’। সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরীসহ অন্যান্য পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৮ সালে যাত্রা শুরু করে ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং টানা ৪০ বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে।
বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বের ৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে, যার পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা আর মানসম্মত ওষুধের নিশ্চয়তা।

২০২৫ সাল স্কয়ারের চেয়ারম্যান স্যামসন এস চৌধুরীর জন্মশতবার্ষিকী। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্বপ্ন ও দর্শন সামনে রেখে স্কয়ারের এই পথচলা। তাঁর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন স্কয়ার পরিবারের সব সদস্যের মধ্যে নতুন অনুপ্রেরণার সূচনা করার পাশাপাশি ভবিষ্যতে দেশের জন্য সুনাম ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আরও ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি