ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের বুথ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি ব্যাংকিং বুথ স্থাপন করেছে পূবালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকিং বুথটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকিং বুথটি উদ্বোধনের পরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সামিট–২০২৫ উদ্বোধন করা হয়।
এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করে পূবালী ব্যাংক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান, একাডেমিক অ্যাফেয়াসের্র ডিন ও রিয়েল স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা মোস্তফা কামাল, মানবসম্পদ বিভাগের পরিচালক অনুভব রহমান, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন এম ফিরোজ কামাল, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান ও এজিএম মো. রবিউল আলম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।