বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড এখন মোহাম্মদপুরে
রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদের বিপরীতে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১২তম শাখার উদ্বোধন হয়েছে। বাবুল্যান্ডের মোহাম্মদপুর ব্র্যাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইড ও থিম। এসব শিশুর খেলাধুলাকে করবে আরও মজার। পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটবে তাতে।
শিশুদের বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে ২০১৮ সাল থেকেই কাজ করে আসছে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড।
বাবুল্যান্ড মোহাম্মদপুর শাখায় আছে ‘সেইফ অ্যান্ড ক্রিয়েটিভ প্লে জোন।’ যা শিশুদের খেলার ছলে সৃহনশীল হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে। এ ছাড়া বাবুল্যান্ডে থাকছে মজার সব রাইড।
বাবুল্যান্ডের সহ–প্রতিষ্ঠাতা এনামুল হক বলেন, শিশুদের মধ্যে একটি সুন্দর শৈশব দেওয়ার জন্য বাবুল্যান্ডের এই কনসেপ্ট। যার ধারাবাহিকতাই বাবুল্যান্ডের ১২তম শাখা হিসেবে মোহাম্মদপুর উদ্বোধন করা হয়েছে।
রাজধানী ও এর আশপাশের যেসব স্থানে বাবুল্যান্ডের শাখা আছে, সেগুলো হলো মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর ২, রমজাননেছা সুপার মার্কেট মিরপুর ১২, শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের পাশে, রোজ ভ্যালি শপিং মল ওয়ারী, নর্থ টাওয়ার হাউজ বিল্ডিং উত্তরা, আতিক টাওয়ার আজমপুর উত্তরা, বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তর বাড্ডা, ওয়েস্ট পয়েন্ট বিল্ডিং গ্রিন রোড, ধানমন্ডি সীমান্ত সম্ভার, আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্স নারায়ণগঞ্জ, লক্ষ্মীবাজার এলিয়েন স্কয়ার এবং মোহাম্মদপুর শিয়া মসজিদের বিপরীতে!