প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ঈগল মশার কয়েলের পক্ষ থেকে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ‘সৌহার্দ্যের সাথে আছি পাশে’ শীর্ষক কার্যক্রমটি অনুষ্ঠিত হয় রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনে শুরু হয়ে বেলা তিনটায় আগারগাঁওয়ের প্রভাত আনন্দ স্কুল এবং মিরপুরে স্কুল অব লাইফে এসে শেষ হয় কার্যক্রমটি। তিনটি স্থানেই বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় রমজানের খাদ্যসামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল আমীন। তিনি বলেন, ‘আমরা রমজানের সময় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে চেয়েছি। সে জন্যই ঈগল মশার কয়েলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, আমাদের মতো অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও তাদের নিজেদের জায়গা থেকে এগিয়ে আসুক, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াক।’
অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।