ঢাকায় কাল শুরু হচ্ছে তিন দিনের প্রদর্শনী ‘এটিএস এক্সপো ২০২৩’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মুর্শেদ। আজ বুধবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি বা এটিএস এক্সপো ২০২৩’। পূর্বাচলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামীকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ আজ বুধবার আয়োজিত সম্মেলনে এসব তথ্য জানান ওয়ালটনের শীর্ষ কর্মকর্তারা। ওয়ালটনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মুর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন কবীর ও মো. ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও এটিএস এক্সপোর সমন্বয়কারী এ এফ এম নাসির উদ্দিন।

ওয়ালটন হাইটেকের এমডি গোলাম মুর্শেদ বলেন, এটিএস এক্সপো হবে বাংলাদেশে একক কোনো প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী। এতে একই ছাদের নিচে ওয়ালটনের নিজস্ব কারখানায় উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটিজ।

এগুলোর অধিকাংশই প্রায় সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের কাছে ওয়ালটন উৎপাদিত পণ্য ও সেবা তুলে ধরার মাধ্যমে দেশের আমদানিনির্ভরতা হ্রাসের মাধ্যমে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির জন্য দেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এটিএস এক্সপোতে টেস্টিং সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও প্রোডাক্ট—এই চারটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে।