বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার মি. ডিআইওয়াই

রাজধানীর উত্তরার (ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে) পলওয়েল কারনেশন শপিং সেন্টারে প্রথম খুচরা দোকান উদ্বোধনের মাধ্যমে দেশে যাত্রা শুরু করল দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় হাউসহোল্ড রিটেইল ব্র্যান্ড মি. ডিআইওয়াই। মালয়েশিয়াভিত্তিক বিখ্যাত হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড মি. ডিআইওয়াইয়ের ১২টি দেশে সাড়ে ৩ হাজারের বেশি দোকানে ২০ হাজারের বেশি পণ্য রয়েছে।

৯ হাজার ৪০০ বর্গফুটের এই দোকানে পাঁচটি মূল ক্যাটাগরিসহ বিভিন্ন ক্যাটাগরি, যেমন খেলনা, গাড়ির অ্যাকসেসরিজ, গয়না ও কসমেটিকস থেকে হোম ইমপ্রুভমেন্টের পণ্যের সম্ভার থাকবে। এ ছাড়া গৃহস্থালি ও ফার্নিশড পণ্য, ইলেকট্রিক্যাল, স্টেশনারি ও ক্রীড়াসামগ্রী পাওয়া যাবে। মানুষ পরিবারের সব সদস্যের জন্য পছন্দের পণ্য কিনতে পারবেন নতুন এই দোকান থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার, গণমাধ্যমকর্মীসহ দোকানে আগত ক্রেতারা।

অনুষ্ঠানে মি. ডিআইওয়াই বাংলাদেশের পরিচালনা প্রধান সৈয়দ নূর আনোয়ার বলেন, ‘মি. ডিআইওয়াইয়ের ১২তম দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পলওয়েল করনেশন শপিং সেন্টারে আমাদের প্রথম স্টোরের উদ্বোধন নিঃসন্দেহে উল্লেখযোগ্য মাইলফলক। আমাদের লক্ষ্য বিস্তৃত পরিসরের প্রয়োজনীয় পণ্যের সমাহারের মাধ্যমে শুধু ঢাকাবাসী নয়; বরং দেশজুড়ে মানুষের জন্য “অলওয়েজ লো প্রাইস” বা “সব সময় কম দাম”—এই অঙ্গীকার পূরণে কাজ করা। সার্বিকভাবে আমরা দেশের সবার জীবন ও কেনাকাটার অভিজ্ঞতার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমি আত্মবিশ্বাসী, মি. ডিআইওয়াই অচিরেই সবার পছন্দের লাইফস্টাইল গন্তব্যে পরিণত হবে।’

দোকান উদ্বোধনের অংশ হিসেবে তিন দিনব্যাপী এক উৎসবমুখর আয়োজন করা হয়েছে, যেখানে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার ও ছাড়। ক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ক্রেতারা নূন্যতম এক হাজার টাকার শপিং করে বিনা মূল্যে উপহার হিসেবে পান চমৎকার একটি ছাতা।

২০০৫ সালে মালয়েশিয়ায় সাধারণ হার্ডওয়্যার স্টোর হিসেবে যাত্রা শুরু করে মি. ডিআইওয়াই। ব্র্যান্ডটি ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে স্বনামধন্য হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনেই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভারত, কম্বোডিয়া, তুরস্ক, স্পেন ও ভিয়েতনামে সাড়ে তিন হাজারের বেশি দোকানের মাধ্যমে সুনামের সঙ্গে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এখন উত্তরায় নিজেদের প্রথম আউটলেট উদ্বোধনের মাধ্যমে ভারতের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।