ড্যান ফুডসের কারখানা পরিদর্শন করেছেন ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার

ড্যান ফুডসের কারখানা পরিদর্শন করেছেন ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার
তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া হাজী সালেহ ও হাইকমিশনের প্রথম সচিব রোজাইমী আবদুল্লাহ।

ড্যান ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহ মাসুদ ইমাম, পান্ডুঘর গ্রুপের এইচআর এবং করপোরেট অ্যাফেয়ার্সের গ্রুপপ্রধান গোলাম হাবিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের অভ্যর্থনা জানান।

ড্যান ফুডস লিমিটেডের কর্মকর্তারা অতিথিদের কারখানাটির বিভিন্ন কর্মপ্রণালি ও উত্পাদনপ্রক্রিয়া পরিদর্শন করান। উল্লেখ্য, ড্যান ফুডস লিমিটেডের কারখানাটি ইউরোপীয় মান অনুসরণ করে ডেনিশ ফুড জায়ান্ট ‘ড্যান কেকের’ সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশে স্থাপিত হয়েছে।

পরিদর্শন শেষে হাইকমিশনার হাজী হারিস বিন উসমান কারখানার স্থাপনা ও স্বয়ংক্রিয়করণ প্রক্রিয়ার প্রশংসা করেন এবং বিশেষত স্বাস্থ্যবিধি মান নিশ্চিত করার জন্য গৃহীত প্রচেষ্টাকে আন্তর্জাতিক মানের বলে অবহিত করেন এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ড্যান ফুডস লিমিটেডের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।