অনুষ্ঠানে ভেনচুরি পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে স্কিন ও পার্সোনাল কেয়ার পণ্যের চাহিদা তৈরি হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব। এসব কিছুর কারণে আমরা বিনিয়োগে উদ্বুদ্ধ হয়েছি।’
অনুষ্ঠানে OhSoGo.com-এর সিওও জাহিদুল ইসলাম বলেন, ‘অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিউটি ও পার্সোনাল কেয়ার প্রডাক্টের ব্যাপক চাহিদা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ক্রেতারা অনেক বেশি দাম দিয়েও আসল পণ্য পান না। আমরা এমন এক মার্কেটপ্লেস, যেখানে দেশের যেকোনো প্রান্তের ক্রেতা একদম সঠিক দামে শতভাগ আসল পণ্য পাবেন।’