আইডিএলসি ইনভেস্টমেন্টসকে ফিন্যান্স এশিয়ার স্বীকৃতি

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে ২০২১ সালের ফিন্যান্স এশিয়া কান্ট্রি অ্যাওয়ার্ডে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইডিএলসি ইনভেস্টমেন্টস দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পুঁজিবাজারে কাজ করছে।

কোভিড-১৯ পরিস্থিতি সত্ত্বেও আইডিএলসি ইনভেস্টমেন্টসের জন্য ২০২০ ছিল একটি সাফল্যমণ্ডিত বছর। ২০২০ সালে আইডিএলসি বাংলাদেশের সর্ববৃহৎ আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে। নির্মাণ প্রকৌশল খাতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একমাত্র কোম্পানির ও ইস্যু ম্যানেজার ছিল আইডিএলসি। বিদ্যুৎ খাতের দুটি কোম্পানির একীকরণের লেনদেনেও আইডিএলসি ২০২০ সালে কাজ করেছে। এ ছাড়াও দেশের প্রথম ব্যাসেল-৩ অনুযায়ী ইস্যুকৃত কন্টিনজেন্ট কনভার্টিবল পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি হিসেবে আইডিএলসি কাজ করেছে।

এ স্বীকৃতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেছেন, ‘আমাদের সময়োপযোগী উদ্যোগ, কর্মক্ষেত্রে সফলতা এবং এর সঙ্গে সর্বোত্তম রীতিনীতির অনুশীলনের উদাহরণগুলো বারবার স্থানীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত হয়েছে। ফিন্যান্স এশিয়া পুরস্কার এর আরেকটি প্রমাণ।’

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ফিন্যান্স এশিয়া হংকংভিত্তিক একটি প্রকাশনা, যারা এশিয়ার অর্থনীতি এবং পুঁজিবাজার নিয়ে কাজ করে।