আজ থেকে ঢাকা-কুয়েত রুটে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট চালু

জাজিরা এয়ারওয়েজ

আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কুয়েতের বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ। এ ছাড়া ঢাকা থেকে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে সরাসরি ফ্লাইট যাবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট ফ্লাইটও পরিচালনা করবে বিমান সংস্থাটি। গতকাল বুধবার জাজিরা এয়ারওয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কুয়েত থেকে ঢাকায় সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার এবং ঢাকা থেকে কুয়েতে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। অর্থাৎ আসা–যাওয়া মিলিয়ে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।

জাজিরা এয়ারওয়েজের প্রধান নির্বাহী রোহিত রামাচন্দ্রন বলেন, ‘এই ফ্লাইট চালু করতে পেরে আমরা খুবই খুশি। আমরা সরাসরি ফ্লাইটে বাংলাদেশের মানুষকে কুয়েতে পৌঁছে দিতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আরও ফ্লাইট বাড়াতে চাই আমরা।’

জাজিরা এয়ারলাইনসের পক্ষে গ্যালাক্সি গ্রুপ বাংলাদেশের স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করবে। গ্রুপের ব্যবস্থাপক আহমেদ ইউসুফ ওয়ালীদ বলেন, এই ফ্লাইট চালু হওয়ার মাধ্যমে শুধু কুয়েতেই নয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যেও যাওয়া যাবে।