আবাসন কোম্পানি শেলের ৩৮ বছর পূর্তি উদ্‌যাপন

আবাসন প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল বা শেল) ৩৮ বছর পূর্ণ করল। এই উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর পশ্চিম পান্থপথে শেলের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে নির্মাণ ও আবাসনশিল্পে শেলের সততা, কাজের গুণগত মান ও গ্রাহক সেবার প্রশংসা করেন।

শেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জমির মালিক ও গ্রাহকদের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে শেল আজকের এই অবস্থানে এসেছে। ঢাকার ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বসুন্ধরা, গ্রিন রোড, মালিবাগ, মিরপুর, জিগাতলা, মহাখালী ও সাভারে অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে শেলের। ধানমন্ডি ও ইস্কাটনে প্রতিষ্ঠানটি করেছে বাণিজ্যিক প্রকল্প। এ ছাড়া ঢাকার বাইরের আবাসন সমস্যা সমাধানে ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনায় ব্যবসা সম্প্রসারিত করেছে শেল।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেলের উপব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জহিরুল হক, পরিচালক (কারিগরি) মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আবদুর রহমান।