এইচএসবিসির ডেবিট কার্ড বিদেশেও ব্যবহার করা যাবে

এইচএসবিসির ডেবিট কার্ড
ছবি: এইচএসবিসির সৌজন্যে

দ্বৈত মুদ্রার লেনদেন সেবার ডেবিট কার্ড নিয়ে এসেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। এতে করে এইচএসবিসির ডেবিট কার্ডের গ্রাহকেরা সহজেই বিদেশে ভ্রমণের সময় প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি এইচএসবিসি নতুন সেবাটি চালু করেছে। এইচএসবিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ডেবিট কার্ডের এ সেবা উদ্বোধনকালে এইচএসবিসি বাংলাদেশের হেড অব ওয়েলথ ও পারসোনাল ব্যাংকিং আহমেদ সাইফুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস, নতুন সেবাটি চালুর মাধ্যমে আমাদের গ্রাহকেরা উপকৃত হবেন। সামনে আমরা আমাদের কার্ডকে আরও শক্তিশালী করতে সক্ষম হব।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুবউর রহমান বলেন, ‘নতুন এ সেবা বিশ্বায়নের এই যুগে আমাদের গ্রাহকদের বিশ্বব্যাপী নিশ্চিন্তে লেনদেনের সুযোগ করে দেবে।’

এইচএসবিসি জানায়, দ্বৈত মুদ্রার লেনদেনের সেবাটি পেতে গ্রাহকদের এইচএসবিসির শাখায় গিয়ে ট্রাভেল কোটার বিপরীতে ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট করাতে হবে। তারপর এইচএসবিসি ডেবিট কার্ডটি বিশ্বের বিভিন্ন দেশে লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট পয়েন্টে ব্যবহার করা যাবে।