এনবিআর চেয়ারম্যানের ওয়ালটন কারখানা পরিদর্শন

ওয়ালটনের ভিআরএফ এসি তৈরি কার্যক্রমের উদ্বোধন করছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
ছবি: বিজ্ঞপ্তি

গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শনের সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ওয়ালটনের ‘সিক্সএনাইন’ মডেলের নতুন স্মার্ট রেফ্রিজারেটর উদ্বোধন করেন। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ আইওটি বেজসড ওই স্মার্ট রেফ্রিজারেটর মুঠোফোনে নিয়ন্ত্রণ করা যাবে।

আর উদ্বোধন করেন ভেরিয়াবেল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) এসি উৎপাদন কারখানা। একইসঙ্গে তিনি টেলিভিশনের নতুন ৬টি মডেল, টিভির ডিজিটাল অটো রেজিস্ট্রেশন সফটওয়্যার এবং ‘ট্যামারিন্ড ইএক্স প্রো’ নামের একটি নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন।

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়ণ ও অগ্রগতি, বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও পণ্যের উন্নয়ন গুণগতমান সরেজমিনে পর্যবেক্ষণ করতে ৩ অক্টোবর ওয়ালটন কারখানা পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান।

কারখানা পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও আলমগীর আলম সরকার, চিফ ফিনান্সিয়াল অফিসার আবুল বাশার হাওলাদার, এক্সিকিউটিভ ডিরেক্টর শোয়েব হোসেন নোবেল, হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী, লিয়াকত আলী ও আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদুল ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম প্রমুখ।