ডাচ্‌-বাংলা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: বিজ্ঞপ্তি

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে গত সোমবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে চেয়ারম্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।

বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সম্মানিত শেয়ারহোল্ডারদের ২০২০ সালের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেওয়া হয়।

গত বছরের ৩১ ডিসেম্বর ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২০ সালের কার্যক্রম নিয়ে অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাব পেশ করেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪,৭২,৩৫৫ দশমিক ৪ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৩,৯০,৩৬২ মিলিয়ন টাকা। এর প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৮২ মিলিয়ন টাকা (২১%)। ২০২০ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ২,৭৩,৩৮২ দশমিক ৯ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ২,৫৬,২৩৯ দশমিক ৭ মিলিয়ন টাকা। এর প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৬ দশমিক ৭ শতাংশ। ২০২০ সালে ব্যাংকের ডিপোজিট ৬০,৪৫১ দশমিক ৮ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬২,৬১১ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৩,০২,১৫৯ দশমিক ২ মিলিয়ন টাকা। এর প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২০ শতাংশ।

ব্যাংক ২০২০ সালে ট্যাক্সপূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৬০ দশমিক ৮ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৭,৪৩৬ দশমিক ৩ মিলিয়ন টাকা এবং ট্যাক্সপরবর্তী নিট মুনাফা অর্জন করে ৫,৪৯৮ দশমিক ৭ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৪,৩৪১ দশমিক ৪ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের ১০ টাকার শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ দশমিক ৮৯ টাকা। বাসেল থ্রি অনুযায়ী ২০২০ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৭ দশমিক ২ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশীদ খানের পুনর্নিয়োগ অনুমোদন করে।
সভা ২০২০ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাসেম অ্যান্ড কোংয়ের নিয়োগ অনুমোদন করে। বিজ্ঞপ্তি