ডিবিএইচের প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার মিরপুরে

দেশের গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) সম্প্রতি তাদের প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার চালু করেছে। এটি রাজধানীর মিরপুরে অবস্থিত।

রাজধানীর মিরপুরে চালু হয়েছে ডিবিএইচ এর প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশান, ধানমন্ডি, মতিঝিল ও উত্তরাতে শাখার পরে এটাই ডিবিএইচের প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার। এর ফলে মিরপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ডিবিএইচের বর্তমান এবং নতুন আগ্রহী গ্রাহকেরা তাদের লোন বা ডিপোজিট সম্পর্কিত সেবা এই সেন্টার থেকে নিতে পারবেন।

ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নাসিমুল বাতেন আশা প্রকাশ করেন, এই সার্ভিস সেন্টার ডিবিএইচের গ্রাহক সেবা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএইচের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ আইটি মো. হাসান ইফতেখার ইউসুফ, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ, হেড অফ লোন অপারেশনস জাকারিয়া ইউসুফ, হেড অফ লোন সেলস মো. গোলাম রসুল, হেড অফ ডিপোজিটস, কাস্টমার এক্সপেরিয়েন্স ও বিজনেস প্ল্যানিং সাবেদ বিন আহসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।