ব্যবসা সম্প্রসারণের জন্য একটি স্পিনিং মিলসহ ডাইং কারখানা কিনেছে লাবিব গ্রুপ। হাত বদলের আগে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলে অবস্থিত কারখানাটি তাইওয়ানভিত্তিক বহুজাতিক কোম্পানির অধীনে পরিচালিত হয়েছে।
গত সোমবার শতভাগ রপ্তানিমুখী এই শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা বদল হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ে হাত বদলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুং কেং টেক্সটাইল (বাংলাদেশ) কোং লিমিটেড নামে এই কোম্পানি ২৭ বছর ধরে সুনামের সঙ্গে টেক্সটাইল পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনা করছে।
এ সময় লাবিব গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান ও উপব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ কুমার কর্মকার।
কুং কেং টেক্সটাইল (বাংলাদেশ) কোং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লিন ফেং ফু, পরিচালক সিয়েহ ইয়াং চিন ও নির্বাহী পরিচালক তপন কুমার মজুমদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।