নিজস্ব ওএমএসে লেনদেন করবে সিটি ব্রোকারেজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ উদ্দিন আফফান ইউসুফের হাতে সনদ তুলে দেন
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে নিজস্ব সফটওয়্যারে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা ওএমএসে লেনদেন শুরু করতে যাচ্ছে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনযন্ত্রের ওপর আর নির্ভর করতে হবে না শীর্ষস্থানীয় এ ব্রোকারেজ হাউসটিকে। নতুন যে ব্যবস্থায় সিটি ব্রোকারেজ লেনদেন শুরু করতে যাচ্ছে, সেটি বিশ্বখ্যাত নাসডাকের লেনদেনযন্ত্রের সঙ্গে সমন্বয় করে লেনদেন করতে পারবে। এ–সংক্রান্ত মানসনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ উদ্দিন আফফান ইউসুফের হাতে এ সনদ তুলে দেন। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসইসির অন্যান্য কমিশনার ও সিটি ব্রোকারেজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি