প্যান্ডামার্টের গ্র্যান্ড বার্থডে সেল শুরু
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘গ্র্যান্ড বার্থডে সেল’ ক্যাম্পেইন চালু করেছে ফুডপান্ডার গ্রোসারি ডেলিভারি ডার্কস্টোর প্যান্ডামার্ট। ১ অক্টোবর চালু হওয়া মাসব্যাপী এ ক্যাম্পেইনে গ্রাহকেরা গ্রোসারি ও প্যান্ডামার্টের অন্যান্য পণ্যে নানা ডিলস ও ডিসকাউন্ট উপভোগ করবেন। এ ক্যাম্পেইনের আওতায় রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিলস, বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং আকর্ষণীয় ডেইলি ফ্ল্যাশ ডিলস।
ক্রেতাদের আকর্ষণীয় অফার দেওয়ার জন্য ম্যাগি, ফ্রেশ, কোকাকোলা, ফিনলে, নিউজিল্যান্ড ডেইরি এবং বোম্বে সুইটসের মতো বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে প্যান্ডামার্ট। এর ফলে গ্রাহকেরা বিভিন্ন দুর্দান্ত অফার উপভোগ করতে পারবেন। এসব ব্র্যান্ডের নির্দিষ্ট পণ্যে বাই ওয়ান গেট ওয়ান এবং ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন গ্রাহকেরা। স্ন্যাকস, বিউটি প্রোডাক্টস, ডেইরি, রাইস, জুস, ফ্রোজেন আইটেম, আইসক্রিম, ক্লিনিং আইটেমসহ বিভিন্ন পণ্যে গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় ডিলস। পাশাপাশি নতুন গ্রাহকেরা প্রথম দুটি অর্ডারে ৩০ শতাংশ ছাড় পাবেন। TRYPANDA কোডটি ব্যবহার করে ন্যূনতম ৩০০ টাকা সমমূল্যের পণ্য অর্ডার করে অফারটি উপভোগ করা যাবে।