প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) উদ্যোগে প্রবাসী সম্মেলন-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এই মন্তব্য করেন। গত ৪ অক্টোবর অনলাইনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান, এমপি। তিনি বিবিএফের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মূল প্রবন্ধটি উপস্থাপন করেন বিবিএফের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। সঞ্চালনা করেন বিবিএফের চেয়ারম্যান অধ্যাপক মাসুদ এ খান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে সরকার। তিনি বিবিএফের সঙ্গে ওয়ার্কিং পার্টনারশিপের প্রস্তাব দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নকল্পে তাঁর মন্ত্রণালয় বদ্ধ পরিকর।

অনুষ্ঠানের মূল বক্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা বেগবান হচ্ছে।

বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান বলেন, আমরা বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে দেশে-বিদেশে এক দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি। আমরা বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের জীবন মান উন্নয়নে বেসরকারি সংগঠন হিসেবে আমরা কাজ করছি।

সভাপতির বক্তব্যে ফারুক খান বলেন, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুততর গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এবং বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে বিবিএফ বিশ্বব্যাপী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামিম আহসান, নৌবাহিনীর সাবেক প্রধান আওরঙ্গজেব চৌধুরী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম এম আলমগীর, বাংলাদেশ ফোরাম কাতারের প্রেসিডেন্ট রাশেদ নোমান ও ব্রান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুন মোস্তাফা।