ফ্র্যাঞ্চাইজি আউটলেট খুলছে মীনাবাজার

Mehedi Hasan

ফ্র্যাঞ্চাইজি আউটলেট বা বিক্রয়কেন্দ্র খুলতে যাচ্ছে সুপারশপ ব্র্যান্ড মীনাবাজার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শনির আখড়ায় পাঁচ হাজার বর্গফুট জায়গা নিয়ে শিগগিরই মীনাবাজারের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেটের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মীনাবাজার জেমকন গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে মীনাবাজারের প্রধান কার্যালয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি আউলেটের চুক্তিপত্র সই হয়। এতে ফ্র্যাঞ্চাইজির পক্ষে আবদুল মান্নান ভুঁইয়া ও মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীন খান নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীনাবাজারের এক্সপ্যানশন প্রজেক্টের প্রধান রাজীব হাসান, অপারেশন হেড শামীম আহমেদ, প্রকিউরমেন্ট প্রধান আবু রায়হান ভুঁইয়া, লিগ্যাল প্রধান রাজিব আলম, ফিন্যান্স ও অ্যাকাউন্টস প্রধান রাহি আলাউল রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

মীনাবাজার বাংলাদেশের সুপারশপ শিল্পের অন্যতম পথিকৃৎ। দীর্ঘ ২০ বছর ধরে সহস্রাধিক গুণগত মানের পণ্য নিয়ে সুপারস্টোরের মাধ্যমে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ১৫টি আউটলেট নিয়ে ঢাকা এবং চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহককে সেবা দিচ্ছে তারা। গ্রাহকদের চাহিদা বাড়ায় ঢাকা শহরের বিভিন্ন অংশে এবং চট্টগ্রাম, খুলনা, যশোর, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভাগীয় প্রধান শহরে চলতি বছরই আরও ২০টি নিজস্ব আউটলেট ও উল্লেখযোগ্যসংখ্যক ফ্র্যাঞ্চাইজি খোলার পরিকল্পনা রয়েছে মীনাবাজারের। সে জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের যোগাযোগ করার আহ্বান জানাচ্ছে মীনাবাজার কর্তৃপক্ষ।