‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার অ্যাপ’ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে প্রথম কুইজ অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর উদ্বোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
ছবি: বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে প্রথম কুইজ অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর উদ্বোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইপিডিসির অফিশিয়াল ফেসবুক পেজে ভিন্ন ব্যঞ্জনার ভার্চ্যুয়াল আয়োজনের মধ্য দিয়ে অ্যাপটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাংসদ মাশরাফি বিন মুর্তজা এবং কথাসাহিত্যিক ও ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপের সম্পাদনা কমিটির সভাপতি সেলিনা হোসেনসহ অন্যরা।
‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি নির্মাণের মূল উদ্দেশ্য দেশের আগামী দিনের কান্ডারি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আজকের প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুধাবন করতে হবে। আর মুজিবের আদর্শকে বুকে ধারণ করতে হলে এই প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সর্বাঙ্গীণভাবে জানতেই হবে। ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ–সম্পর্কিত কুইজের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার এবং তাঁর আদর্শকে অনুধাবন করার সুযোগ করে দেবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে আজকের প্রজন্মকে পথের সন্ধান খুঁজে নিতে উদ্বুদ্ধ করতে ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ আইপিডিসির একটি প্রয়াস।

‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপের সব প্রশ্ন বাছাই করা হয়েছে সম্পাদনা কমিটির নিবিড় তত্ত্বাবধানে। সম্পাদনা কমিটিতে সভাপতি হিসেবে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন; সাহিত্যিক মনি হায়দার এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু সর্বজনীন। আজকের কিংবা ভবিষ্যতের ছাত্র, রাজনীতিবিদ অথবা সাধারণ মানুষ—যে কারও জন্যই তিনি আদর্শ। তাঁর নীতি বুকে ধারণ করতে পারলে একদিন এই দেশে লক্ষ লক্ষ মুজিব তৈরি হবে।’
উদ্বোধনের তারিখ হিসেবে ২৫ সেপ্টেম্বর বেছে নেওয়ার পেছনের ইতিহাস স্মরণ করে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় বক্তব্য রেখেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার কার্যক্রম হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই আদর্শ আজও আমাদের চলার পথের পাথেয়।’
অ্যাপটির সম্পাদনা কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই অনবদ্য উদ্যোগ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর সম্পাদনা কমিটির সভাপতি হিসেবে সম্পৃক্ত থাকতে পেরে অনুপ্রাণিত বোধ করছেন বলে জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ রকম একটি উদ্যোগের মধ্য দিয়ে যদি তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে সঞ্চারিত করা যায়, ভালো মানুষ হিসেবে তারা গড়ে ওঠে, দেশ ও জাতির কল্যাণে কাজ করে, নিজেদের কল্যাণে কাজ করে, মনুষ্যত্বের বিকাশ ঘটায়, তবেই উদ্যোগটি সার্থক হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তরুণেরা দেশকে আলোকিত করবে—তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাপটি সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার একটি কুইজভিত্তিক গেমিং অ্যাপ, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প ও আদর্শ স্মরণ করিয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে তাঁর নৈতিক আদর্শকে প্রতিফলিত করবে। গেমের প্রতিটি ধাপ অতিক্রম করার সঙ্গে সঙ্গে অ্যাপ ব্যবহারকারীরা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টার ইতিহাস সম্পর্কে জানতে পারবে, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে, তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারবে।
অ্যাপটিতে প্রাথমিক মাস্টার, জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার এবং গ্র্যান্ডমাস্টার নামে চারটি স্তর রয়েছে। চারটি স্টেজ সফলভাবে পেরোতে পারলে অংশগ্রহণকারী গ্র্যান্ডমাস্টার বলে বিবেচিত হবেন। পরবর্তীকালে সব গ্র্যান্ডমাস্টারকে নিয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, বিশেষ পুরস্কার প্রদান ও গ্র্যান্ডমাস্টারদের মাঝে বিশেষ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ডমাস্টারদের স্বীকৃতি জানানো হবে। অ্যাপটির ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে অ্যাপটি ইংরেজিসহ অন্যান্য প্রধান ভাষাসমূহে নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি
Watch Grand Premiere: https://tinyurl.com/yyfvwtgc
Watch Grand Premiere: https://www.youtube.com/watch?v=HfkTPl2Iuvg
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ipdcbd.com/BBGM
অ্যাপ ইনস্টল করতে: http://bangabandhugrandmaster.com/share