বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস

১০ অক্টোবর বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস। আমরা অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে তেমন অবগত নই। হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার বলতে বোঝায় দীর্ঘমেয়াদী অসুস্থতা বা মৃত্যুঝুঁকিপূর্ণ অসুস্থতা যেমন- ক্যান্সারে ভুগছে এমন রোগী ও তার পরিবারের শারীরিক, মানসিক ও আর্থিক সুরক্ষায় সাহায্য করা বা যত্ন নেওয়া।

বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য-সুরক্ষায় নিয়োজিত সংস্থা এই বিষয় নিয়ে কাজ করছেন। বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস নিয়ে প্রথম আলো এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

ক্যান্সার চিকিৎসায় প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা, বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের বর্তমান অবস্থা, ক্যান্সার চিকিৎসায় হসপিস ও প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

প্রথম পর্বে আলোচনা করা হয় ক্যান্সার চিকিৎসায় প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা নিয়ে। আলোচনায় বক্তব্য দেন ক্যান্সার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। দ্বিতীয় পর্বে আলোচনা করা হয় প্যালিয়েটিভ কেয়ার এবং বাংলাদেশ বিষয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঞা এবং এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন। সর্বশেষ ও তৃতীয় পর্বের আলোচনায় বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ ও হসপিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. শাহিনুর কবির।

ক্যান্সার চিকিৎসায় প্যালিয়েটিভ কেয়ার এর ভূমিকা আলোচনায় উঠে আসে, যেকোন দীর্ঘমেয়াদি মরণব্যাধির শুরু থেকেই প্যালিয়েটিভ কেয়ার নেওয়া উচিত যেন রোগীর জীবনে ভোগান্তি কম হয় এবং অনেকসময় সুস্থ হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্যালিয়েটিভ কেয়ারের পরিধির মধ্যে চিকিৎসা সেবা, আর্থিক সেবা, মানসিক স্বাস্থ্য সেবাও অন্তর্ভুক্ত থাকে।

বাংলাদেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল যেমন- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে এবং স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন এর অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঞা বলেন, প্যালিয়েটিভ কেয়ার এর মধ্যে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সহায়তা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি করিয়ে এবং বাড়িতে গিয়েও চিকিৎসা সেবা দেওয়ার সুবিধা এখন আছে। এছাড়া হসপিস সেন্টার আছে, টেলিমেডিসিন সেবা আছে যেখানে ফোনের মাধ্যমে রোগীদের নিয়মিত খোজ-খবর নেওয়া এবং সেবা দেওয়া হচ্ছে।

বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস এ অঙ্গীকার হোক- রোগীরা যেন সঠিকভাবে, দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে এবং জীবনাবস্থায় ভোগান্তি কম হয়। বিশেষ এ অনুষ্ঠানটি দেখতে পারেন প্রথম আলো অনলাইন এবং ফেসবুক পেজে।