স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ইউনাইটেড হাসপাতালের ক্যালেন্ডার উন্মোচন

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ইউনাইটেড হাসপাতালের ক্যালেন্ডার উন্মোচন
ছবি: বিজ্ঞপ্তি

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালিত হবে। এ ছাড়া পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ইউনাইটেড হাসপাতাল বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর স্মরণীয় করে রাখতে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের ছবি সংবলিত ২০২১ সালের ক্যালেন্ডারের নকশা করেছে। ক্যালেন্ডারে ব্যবহৃত ছবিগুলো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, ক্যানসার বিশেষজ্ঞ ডা. রশিদ উন নবীর তোলা।

ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ফাইজুর রহমান গতকাল বুধবার হাসপাতালের সেমিনার কক্ষে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদের কাছে নতুন বছরের স্মারক ক্যালেন্ডার তুলে দেন। এ সময় ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ারসহ, ডিপার্টমেন্ট ডিরেক্টর, ডাক্তার, নার্স ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি