হাতিলের আসবাবে আরামের বেডরুম

প্রত্যেক মানুষের জন্য তাঁর বসবাসের বাড়িটিই শান্তির নীড়। সারা দিনের কর্মক্লান্তি শেষে সবাই আরাম খোঁজে নিজ নিজ বেডরুমেই। নিজের মতো করে সময় কাটানোর জন্য বেডরুমই সবার প্রিয়। তাই এই রুমটির আসবাব বাছাইয়েও থাকতে হয় সতর্ক। আপনার বেডরুমটি যদি হয় হাতিলের ফার্নিচারে সাজানো, তাহলে সেটা হয়ে উঠতে পারে আরও রুচিশীল, আরও আরামদায়ক।

বেডরুম সাজানোর যত আয়োজন

বেড, ওয়ার্ডরোব, বেড সাইড টেবিল, ড্রেসিংটেবিল, টিভি, ক্যাবিনেট—একটি পরিপূর্ণ বেডরুমের প্রয়োজনীয় সব ফার্নিচারই রয়েছে হাতিলে। বেডরুমের আকার যদি বড় হয়, তাহলে রাখতে পারেন একটা রকিং চেয়ার অথবা ছোট দুই সিটের একটা সোফাও।
হাতিলে রয়েছে তিনটি ভিন্ন সাইজের বেড—ডাবল, সেমি ডাবল ও সিঙ্গেল। বেডরুমের আলমারির মধ্যে দুই ও তিন অংশের আলমারির চাহিদা বেশি। অনেকেই বেডরুমে টিভি রাখতে পছন্দ করেন। সে ক্ষেত্রে দৃষ্টিনন্দন টিভি ক্যাবিনেট পাবেন হাতিলে। আর টিভি দেখার জন্য হাতিলের ইজিচেয়ার বা সোফা হতে পারে আরামদায়ক আসবাব।

নকশা

হাতিলের বেডরুম ফার্নিচারের মধ্যে কম কারুকাজ করা বেডের চাহিদা বেশি। এ ব্যাপারে হাতিলের পরিচালক শফিকুর রহমান বলেন, ‘এখন থেকে ২৫-৩০ বছর আগে বেশি কারুকাজ করা ফার্নিচার মানুষ পছন্দ করত। ধীরে ধীরে আমাদের রুচি ও পছন্দের পরিবর্তন হয়েছে। বদল হয়েছে চাহিদারও। এখন কম নকশার ফার্নিচারই মানুষ বেশি পছন্দ করে। এগুলো রক্ষণাবেক্ষণ করাও সহজ।’

শফিকুর রহমান আরও বলেন, ‘বেডরুমের জন্য একই নকশার সব ফার্নিচার কেনার সুযোগ রয়েছে হাতিলে। ফার্নিচার ডিজাইনের সময় আমরা অনেক কিছু বিবেচনায় রাখি। হাতিলের নিজস্ব ডিজাইন টিম ও কোয়ালিটি টিম আছে। যারা সম্মিলিতভাবে নতুন ডিজাইন প্রস্তুত করে সেটি পরীক্ষা–নিরীক্ষার পর ফার্নিচারটি বাজারে আনা হয়।’

দরদাম

বেডরুমের ফার্নিচার রয়েছে বিভিন্ন দামের। ১৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬৫ হাজার টাকায় পাওয়া যাবে বেড। নকশা ও আকারের ভিন্নতায় দামের তারতম্য রয়েছে ওয়ার্ডরোবে। ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকায় পাওয়া যাবে হাতিলের ওয়ার্ডরোব। টিভি ক্যাবিনেটের দাম ১৫ হাজার ৩৪৫ টাকা থেকে ৪৯ হাজার ৪৯৫ হাজার টাকা।

বিক্রয়োত্তর সেবা

হাতিলের সব ফার্নিচারে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি)। ক্রেতারা চাইলে বাসায় গিয়েও হাতিল এই সেবাটি দেয়। গ্রাহকের ব্যবহারজনিত কারণে যদি সমস্যা হয়, সেটাও হাতিলের পক্ষ থেকে নির্দিষ্ট মজুরির বিনিময়ে ঠিক করে দেওয়া হয়। একই সুবিধা রয়েছে বিক্রয়োত্তর সেবার সময় শেষ হয়ে গেলেও।

ঈদ অফার

প্রতিবারের মতো এবারের ঈদেও আকর্ষণীয় অফার দিয়েছে হাতিল। ‘উৎসবে চাই নতুন ফার্নিচার’ শিরোনামে এ অফারে হাতিলের সব পণ্য পাওয়া যাবে ৫ থেকে ১০ শতাংশ ছাড়ে।

ইএমআই সুবিধা

ক্রেডিট কার্ড ব্যবহার করেও কেনা যাবে হাতিলের ফার্নিচার। হাতিলের সঙ্গে ১৮টি ব্যাংকের ইএমআই সুবিধা রয়েছে। ৩ থেকে ১২ মাসের শূন্য শতাংশ সুবিধায় ক্রেডিট কার্ড ব্যবহার করে হাতিলের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে হাতিলের ফার্নিচার কিনলে থাকছে ক্যাশব্যাক অফার।
সারা দেশে ৭৪টি এবং দেশের বাইরে ২০টি শোরুম রয়েছে হাতিলের। এ ছাড়া গ্রাহকেরা হাতিলের ওয়েবসাইট এবং ফেসবুকে পেজ থেকেও হাতিলের বেডরুমের আসবাব কিনতে পারবেন।