হিরো মোটোকর্পের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

একক পথচলার ১০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে হিরো। ৯ আগস্ট পর্যন্ত যেকোনো হিরো মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এ মূল্য ছাড় পাবেন।

প্রথমে ১৯৮৪ সালে যৌথভাবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ২০১১ সালে এককভাবে হিরো মোটরসাইকেল নামে মোটরসাইকেল বাজারজাত শুরু করে প্রতিষ্ঠানটি।

এই ১০ বছরের পথচলায় ভালোবাসা ও সহযোগিতা দিয়ে হিরো পরিবারের পাশে থাকায় ক্রেতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিরো বিশ্বব্যাপী উন্নত মোটরসাইকেল ও স্কুটার ডিজাইনের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছে। আর জ্বালানি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বাহন হিসেবে বিশ্বের কোটি কোটি মানুষের স্বীকৃতি পেয়েছে হিরো।

হিরোর গবেষণা কেন্দ্র উত্তর ভারতের জয়পুরে অবস্থিত। রেসিং ট্র্যাকসহ বিশ্বের অন্যতম বৃহৎ টু-হুইলারের এই গবেষণা সেন্টারে পণ্যের নকশা, পরীক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সাত শতাধিক প্রকৌশলী নিরলসভাবে কাজ করে চলেছেন।

হিরোর আটটি পরিবেশবান্ধব কারখানা রয়েছে। এর মধ্যে ছয়টি ভারতে, একটি কলম্বিয়াতে ও আরেকটি বাংলাদেশে।