ই-ক্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি উদ্যোগটি দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষিতে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
মেলায় ঐতিহ্যবাহী শতরঞ্জি থেকে শুরু করে ঘরোয়া নকশিকাঁথা ও হাতের গয়নার মতো পণ্য নিয়ে এসেছিলেন উদ্যোক্তারা। কৃষি প্রযুক্তি নিয়ে মেলায় হাজির হয়েছিল স্থানীয় ১৪টি উদ্যোগ। ই–ক্যাব বলছে, মৃৎশিল্প ও পোড়ামাটির পণ্যের পাশাপাশি ভেষজ মসলা, মধু, অধিক উৎপাদনশীল সবজি, প্যাকেটজাত মাশরুমের মতো নানা পণ্য ও সেবার পসরা মেলায় দৃষ্টি কেড়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, দারাজের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ মোস্তাহিদুল হক, ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ প্রমুখ।
একই দিনে ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে সন্ধ্যায় সরকারি আবদুর রাজ্জাক কলেজ মাঠে মুঠোফোনেই স্বাস্থ্যসেবা দেওয়ার প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ‘চিকিৎসা’ অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।