দাম বাড়ছে ভোজ্য তেলের
দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা বেড়েছে, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৮ টাকা, যা ১৭৭ টাকায় বিক্রি হবে। পাম তেলের দাম লিটারে ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই দাম সমন্বয় করা হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর আগে এপ্রিল মাসেও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়েছিল।