টিসিবির পণ্যে মানহীন পেঁয়াজ

পেঁয়াজ
ফাইল ছবি

পরিবার কার্ড চালুর মাধ্যমে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে কিছুটা শৃঙ্খলা ফিরলেও ক্রেতাদের মানহীন পেঁয়াজ দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। গতকাল বুধবার রাজধানীর নিউমার্কেট, ইস্কাটন গার্ডেন, তেজকুনিপাড়া ও নাখালপাড়ায় টিসিবির চারটি পরিবেশক কেন্দ্র ঘুরে এর সত্যতা পাওয়া যায়।

গতকাল বিকেলে তেজকুনিপাড়া এলাকায় টিসিবির পরিবেশকের কাছ থেকে পণ্য কিনতে আসেন রাখী আক্তার (ছদ্মনাম)। এ সময় তিনি প্রথম আলোকে অভিযোগ করেন, পেঁয়াজ থেকে পানি পড়ছে, দুর্গন্ধ বের হচ্ছে। বাসায় নেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু পেঁয়াজ ছাড়া কার্ডের আওতায় বিক্রি করা প্যাকেজ পণ্য আলাদা করে দিতে নারাজ পরিবেশক। তাই বাধ্য হয়ে মানহীন পেঁয়াজ নিতে হয়েছে।

ওই এলাকার আরও কয়েকজন বাসিন্দাও টিসিবির এই প্যাকেজ কিনেছেন। তাঁদের একজন উত্তম সরকার (ছদ্মনাম)। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই কেজি পেঁয়াজ কিনে নষ্ট পেঁয়াজ ফেলে দেওয়ার পর পেয়েছি এক কেজি।’

মানহীন পেঁয়াজ বিক্রির বিষয়ে পরিবেশক ও সংশ্লিষ্ট দোকানের বিক্রয়কর্মীদের কাছে জানতে চাইলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি স্বীকার করে টিসিবির মুখপাত্র হ‌ুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। তবে আমরা ক্রেতাদের ভালো পেঁয়াজগুলোই দেওয়ার নির্দেশ দিয়েছি।’

২ আগস্ট এ দফায় পরিবার কার্ডধারীদের মধ্যে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এর আওতায় একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। পুরো প্যাকেজের দাম ৪৪৫ টাকা। প্যাকেজের বাইরে আলাদাভাবে পণ্য কেনার সুযোগ নেই।