চার কোটি জন্মনিয়ন্ত্রণ বড়ি ও দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

সিঙ্গাপুর থেকে দুই কার্গোতে ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। এতে সরকারের ব্যয় হবে ১ হাজার ১৫২ কোটি ৮৩ লাখ টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে তা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

সচিব মাহমুদুল হোসাইন খান জানান, পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করবে। আনা হবে সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে। প্রতি কার্গোয় ৩৩ দশমিক ৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে। এর মধ্যে এক প্রস্তাবে প্রতি এমএমবিটিইউর মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৯৮ মার্কিন ডলার। অন্যটিতে ধরা হয়েছে ১৩ দশমিক ৮৫ মার্কিন ডলার।

এর আগে গত বছরের মে মাসে পেট্রোবাংলা খোলাবাজার থেকে সর্বশেষ এলএনজি কিনেছিল। তখন প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছিল ২৬ ডলার ৪ সেন্ট। এক বছরের ব্যবধানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম প্রায় ১০০ শতাংশ কমেছে।

এদিকে ক্রয় কমিটিতে ২০২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ৫ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৫২৬টি পাঠ্যপুস্তক কেনার প্রস্তাব অনুমোদিত হয়। ২২টি মুদ্রণ প্রতিষ্ঠান এসব পাঠ্যপুস্তক সরবরাহ করবে।

এ ছাড়া ৩ কোটি ৯০ লাখ জন্মনিয়ন্ত্রণ পিল কেনা হবে ১৯৫ কোটি টাকায়। সচিব জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে রেনেটা লিমিটেড, টেকনো ড্রাগস এবং পপুলার ফার্মাসিউটিক্যালস থেকে পাঁচ লটে ৩ কোটি ৯০ লাখ পিল কেনা হবে।

ক্রয় কমিটিতে এদিন ৮৮১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের একটি প্যাকেজের কাজ দেওয়া হয়েছে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিংকে।