এখন থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরাও বিকাশে হিসাব খুলতে পারবে

এখন থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরাও বিকাশে হিসাব খুলতে পারবে। এই হিসাব থেকে তারা সহজেই নিজেদের স্কুল-কলেজের ফিসহ দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ ও বিভিন্ন বিল পরিশোধের সেবা পাবে।

বিশেষ এই হিসাবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা রাখতে পারবে শিক্ষার্থীরা। এ ধরনের বিকাশ হিসাব থেকে এক দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ও এক মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা লেনদেন করা যাবে।

বিকাশ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এত প্রতিষ্ঠানটি জানায়, দেশের মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) তারাই প্রথমবারের মতো ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ বা শিক্ষার্থীদের জন্য হিসাব খোলার সেবা চালু করেছে। এমএফএস প্রতিষ্ঠানটি বলেছে, আগামী প্রজন্মকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তাদের জন্মসনদ ব্যবহার করে এ হিসাব খুলতে পারবে। তবে অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে বিশেষ হিসাবটি। ফলে মা অথবা বাবা যেকোনো সময়ে তাঁদের বিকাশ অ্যাপের স্টেটমেন্ট থেকে সন্তানের স্টুডেন্ট অ্যাকাউন্টের সব লেনদেন দেখভাল করতে পারবেন।  

সাধারণ ব্যাংকগুলোতে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হিসাব খুলতে পারে।

যে ধরনের সেবা পাওয়া যাবে

বিকাশ জানিয়েছে, ১৪ থেকে ১৮ বছরের কম বয়সীদের চাহিদার কথা মাথায় রেখেই এই অ্যাকাউন্ট বা হিসাবের সেবা তালিকা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো ও বিল পরিশোধসহ কয়েক ধরনের সেবা নেওয়া যাবে এই অ্যাকাউন্ট থেকে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, এ ধরনের বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা রাখা যাবে। পাশাপাশি এই অ্যাকাউন্ট থেকে দিনে ৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে অ্যাকাউন্টধারী শিক্ষার্থী। তবে এ ধরনের ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’-এ সেন্ড মানির মাধ্যমে টাকা গ্রহণ করা গেলেও এখানে ক্যাশ ইন বা অ্যাড মানি সেবা ব্যবহারের সুযোগ থাকছে না।

হিসাব খোলার পদ্ধতি

বিশেষ এ ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে হলে শুরুতেই মোবাইল ফোনে বিকাশ অ্যাপ দিয়ে লগইন বা নিবন্ধন (রেজিস্টার) করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে ‘জন্মসনদ’ অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে শিক্ষার্থীর ডিজিটাল জন্মসনদের ছবি এবং আরও কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এ ধাপে নমিনি হিসেবে মা অথবা বাবা একজনকে বেছে নিয়ে তাঁর সচল থাকা বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে নিশ্চিত করতে হবে। তখন ওই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোড যাওয়ার সঙ্গে সঙ্গে অথবা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভেরিফিকেশন বা যাচাইকরণ কোডটি ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করে সফলভাবে এই হিসাব খোলার পরে বিকাশের পক্ষ থেকে নতুন অ্যাকাউন্টে ২৫ টাকার বোনাস পাবে শিক্ষার্থী। এ ছাড়া কিছু নির্দিষ্ট লেনদেন করার পর শর্তসাপেক্ষে আরও ১০৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ থাকবে।

নতুন এ সেবা সম্পর্কে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা শেখ মো. মনিরুল ইসলাম বলেন, আজকের নবীনেরা ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমের সঙ্গে যত পরিচিত হবে, তারা তত তাড়াতাড়ি আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নবীন গ্রাহকদের জন্য বিকাশ এই বিশেষ ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খোলার সুযোগ এনে দিয়েছে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে একটি মাইলফলক হয়ে থাকবে।

শেখ মো. মনিরুল ইসলাম আরও বলেন, এমএফএস হিসাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সহজ, নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেন সুবিধা শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তিতে আগ্রহী করে তুলবে। পাশাপাশি দেশে ক্যাশলেস ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমকে সুদৃঢ় করবে।