শেলের পর এবার দ্বিগুণ মুনাফা করেছে বিপি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ছবি: সংগৃহীত

তেল-গ্যাস বিক্রি করে শেলের পর এবার রেকর্ড পরিমাণে মুনাফা করেছে আরেক ব্রিটিশ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি। আগের বছরের তুলনায় কোম্পানিটি গত বছরে দ্বিগুণের বেশি মুনাফা করেছে।

বিবিসি জানিয়েছে, ২০২১ সালে বিপির মুনাফা হয়েছিল ১ হাজার ২৮০ কোটি (১২ দশমিক ৮ বিলিয়ন) মার্কিন ডলার, যা গত বছর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭০ কোটি (২৭ দশমিক ৭ বিলিয়ন) মার্কিন ডলারে।

গত বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি কোম্পানিগুলো ভালো মুনাফা করছে। গত সপ্তাহে আরেক ব্রিটিশ বহুজাতিক কোম্পানি শেলের রেকর্ড মুনাফার কথা ঘোষণা করে।

২০২২ সালে প্রায় ৩ হাজার ৯৯০ কোটি মার্কিন ডলার মুনাফা করে শেল, যা কোম্পানিটির আগের বছরের লাভের চেয়ে দ্বিগুণ এবং শেলের ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর অনেক দেশ ও বহুজাতিক কোম্পানি বিপাকে পড়লেও লাভবান হয়েছে অনেকে। বিশেষ করে যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী জ্বালানির দাম কয়েক গুণ বেড়ে যায়। এতে জ্বালানি খাতের কোম্পানিগুলো এক বছর ধরে বাড়তি দামে তেল ও গ্যাস বিক্রি করে রেকর্ড মুনাফা করে।

বিবিসি জানিয়েছে, কোভিড মহামারির বিধিনিষেধ শেষ হওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে শুরু করে। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এ সময় অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১২৮ ডলারে উঠে যায়। যদিও এরপর তা আবার কমে প্রতি ব্যারেল ৮০ ডলারে ফিরে আসে।

একইভাবে গ্যাসের দামও অস্বাভাবিক বৃদ্ধির পর এখন অনেকটা কমেছে। তবে এই সময়ের মধ্যে বেশি দামে জ্বালানি বিক্রি করে, যা লাভ করার তা করে নেয় জ্বালানি কোম্পানিগুলো।

জ্বালানি কোম্পানিগুলো অবশ্য রেকর্ড লাভ করলেও এতে অসুবিধায় পড়েন ব্রিটেনের সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির কারণে দেশটিতে নাগরিকেরা ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় নিয়ে সংকটে রয়েছেন। তাই তাঁদের দাবি, জ্বালানি কোম্পানিগুলোর মুনাফার ওপর আরও বেশি করারোপ করা হোক।

যুক্তরাজ্যের তেল-গ্যাস কোম্পানিগুলোর লাভের ওপর ৩০ শতাংশ হারে করপোরেট ট্যাক্স ধার্য করা আছে। এ ছাড়া আরও ১০ শতাংশ সম্পূরক কর দিতে হয় তাদের। তবে যারা অনেক বেশি মুনাফা করে, তাদের সেই অতি মুনাফার ওপর ‘উইন্ডফল ট্যাক্স’ আরোপ করা হয়। তেল ও গ্যাস কোম্পানির ক্ষেত্রে এটি ছিল ২৫ শতাংশ। তবে সম্প্রতি এটি বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। ফলে এখন সব মিলিয়ে ৭৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে এসব কোম্পানিকে।