ই কমার্স আইন ও কর্তৃপক্ষ করতে ১৬ সদস্যের কমিটি

ডিজিটাল কমার্সের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন ও শক্তিশালী কর্তৃপক্ষ করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) আহ্বায়ক করা হয়েছে।
এই কমিটি ডিজিটাল কমার্স খাতের উদ্বুদ্ধ সমস্যা সমাধানে কী করণীয়, সে সম্পর্কে ১৫ দিনের মধ্যে সুপারিশ দেবে, দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা ও নিয়ন্ত্রণ করার উপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করবে এবং দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স কর্তৃপক্ষের কাঠামো ও কার্যপ্রণালি তৈরি করবে।

সেই সঙ্গে কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থার প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে সদস্য হিসেবে নিতে পারবে।