বাজেটে দাবি, প্রাপ্তি যতটুকু

বাজেট ঘোষণার আগে ব্যবসায়িক সংগঠন বিভিন্ন দাবি করেছে। অর্থমন্ত্রী বাজেটে সেই দাবিদাওয়ার কতটুকু বাস্তবায়ন করলেন, তা-ই খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে এখানে।

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প

দাবি

  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া।

  • নতুন উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধা।

প্রাপ্তি

  • নতুন উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ঋণ দেওয়ার ঘোষণা।

  • কর অবকাশের কোনো ঘোষণা দেননি অর্থমন্ত্রী।

নারী উদ্যোক্তা

দাবি

  • করমুক্ত বার্ষিক লেনদেন ৭০ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি টাকায় উন্নীত করা।

  • ট্রেড লাইসেন্সের ফি অর্ধেক করে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া।

প্রাপ্তি

  • নারী উদ্যোক্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের করমুক্ত বার্ষিক লেনদেন বাড়ানোর কোনো ঘোষণা নেই।

  • ট্রেড লাইসেন্সের ফি কমানোর বিষয়েও আগ্রহ দেখাননি অর্থমন্ত্রী।

রেস্তোরাঁ

দাবি

  • শ্রমজীবী ও দিনমজুরদের জন্য নিম্ন ও মাঝারি মানের রেস্তোরাঁয় ভ্যাট সর্বোচ্চ ৩ শতাংশ নির্ধারণ।

  • এসি ও নন–এসি রেস্তোরাঁর ভ্যাটের হার সমান করা।

প্রাপ্তি

  • নিম্ন ও মাঝারি মানের রেস্তোরাঁয় ভ্যাট হার অপরিবর্তিত।

  • এসি ও নন–এসি রেস্তোরাঁয় ভ্যাট হার ৫ শতাংশ নির্ধারণ। আগে এসিতে ১০ ও নন–এসিতে ৫ শতাংশ ভ্যাট ছিল।

পাইকারি ব্যবসায়ী

দাবি

  • খুচরা ও পাইকারি ব্যবসা পর্যায়ে ভ্যাট হার কমানো।

  • ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেন ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত করা।

প্রাপ্তি

  • পাইকারি ব্যবসা পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে দেড় শতাংশ করা হয়েছে।

  • ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেন ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত করার ঘোষণা নেই।

ইস্পাত

দাবি

  • কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ক ও কর কমানোর দাবি।

  • নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে সরকারি প্রকল্পের চুক্তিমূল্য বাড়ানো।

প্রাপ্তি

  • এমএস পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রতি মেট্রিক টনে ৫০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ।

  • সরকারি প্রকল্পের চুক্তিমূল্য বাড়ানোর বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।

ব্যাংক খাত

দাবি

  • ব্যাংকের করপোরেট কর কমিয়ে আনা।

  • সুদহারের লাগাম তুলে দেওয়া।

প্রাপ্তি

  • করপোরেট কর কমানোর ঘোষণা নেই। বরং ব্যাংক খাত থেকে বেশি রাজস্ব আহরণের প্রস্তাব।

  • সুদহারের লাগাম অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর।