বড় বিনিয়োগে কর্ণফুলী ড্রাই ডক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে ২১ একর জমি নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ করছে ১২ কোটি মার্কিন ডলার। কর্ণফুলী ড্রাই ডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড নামে এ বিনিয়োগ করা হবে। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় এক হাজার কোটি টাকা। আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে দুটি জেটি ও কনটেইনার টার্মিনাল নির্মাণে এ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে আজ সোমবার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে কর্ণফুলী ড্রাই ডক কর্তৃপক্ষের জমির ইজারা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৯ সালে জাহাজনির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে দেশের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হিসেবে বেজার কাছ থেকে চূড়ান্ত লাইসেন্স পেয়েছিল কর্ণফুলী ড্রাই ডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড।

বেজার তথ্য অনুযায়ী, ড্রাই ডকের প্রকল্পটি হবে এক লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন। প্রকল্পটিতে সমুদ্রগামী জাহাজ মেরামত, নির্মাণশিল্পের বিকাশসহ বৈদেশিক বিনিয়োগের বিশাল ক্ষেত্র তৈরি হবে। এটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ১২ কোটি ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

বেজার কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতে এটিই হবে দেশের প্রথম ড্রাই ডক বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে শ্রম তুলনামূলক সস্তা হওয়ায় দেশে জাহাজনির্মাণ শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। তবে এ খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বেজা বলছে, এ প্রকল্পে দক্ষ ও অদক্ষ মিলে তিন হাজার মানুষের কর্মসংস্থান হবে।