রোমানিয়ায় ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করছে ওয়ালটন

ইউরোপে টিভি রপ্তানির ক্ষেত্রে নতুন সফলতা পেয়েছে ওয়ালটন।
কয়েক বছর ধরে ওয়ালটন টেলিভিশন জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়াসহ ইউরোপের ১১টি দেশে রপ্তানি হচ্ছে। এসব দেশে এত দিন ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে টিভি রপ্তানি হয়েছে। তবে এবার ইউরোপের দেশ রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করবে ওয়ালটন।
ইউরোপের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের এই যাত্রায় সঙ্গী হয়েছে রোমানিয়ার কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘কেটিএন টেকনোলজি’। তারা পরিবেশক হিসেবে রোমানিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি, ব্লেন্ডারসহ অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স বাজারজাত করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ভার্চ্যুয়াল মাধ্যমে ‘ফার্স্ট ওয়ালটন টেলিভিশন ব্র্যান্ড বিজনেস ইন রোমানিয়া’ শীর্ষক এক চুক্তি স্বাক্ষর হয়। ওয়ালটনের প্রতিনিধি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং কেটিএন টেকনোলজির পক্ষে জেনারেল ম্যানেজার ফ্লোরিয়ান তিরলার ডিস্ট্রিবিউটর বিজনেস চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী মোস্তফা নাহিদ হোসেন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর সাঈদ আল ইমরান প্রমুখ।
রোমানিয়ায় ওয়ালটন আইবিইউ শাখার ব্যবসাপ্রধান সাঈদ আল ইমরান জানান, ২০২১ সালে ওয়ালটন ব্র্যান্ডের ১ লাখ ১৪ হাজার এলইডি টিভি নেওয়ার পরিকল্পনা আছে কেটিএন টেকনোলজির। পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি ও ব্লেন্ডারের অর্ডারও দিয়েছে রোমানিয়ান প্রতিষ্ঠানটি। চলতি মাসেই ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভির প্রথম শিপমেন্ট রোমানিয়ায় পাঠানো হবে। ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি ও ব্লেন্ডারের শিপমেন্ট শুরু হবে এপ্রিলে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ৩৫টির বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন।